বৈষ্ণব নগর

সরকার নয়, সর্বহারাদের পাশে দাঁড়াল বেসরকারি সংস্থার

 

অনেক আগেই ভিটেমাটি সব গেছে গঙ্গা ভাঙনে, এবারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল ঘরবাড়িও। ভাগ্যের এমনই নির্মম পরিহাসের শিকার হল প্রায় ১৫টি পরিবার।

    মালদার জ্বলন্ত সমস্যা গঙ্গাভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে বৈষ্ণবনগরের পার অনুপ নগর গ্রামে নতুন করে বসতি স্থাপন করে কিছু পরিবার। নদীর গ্রাসে সবকিছু খুইয়ে নতুন করে সবকিছু শুরু করে তারা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই আশ্রয়টুকুও হারাল তারা। মঙ্গলবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় প্রায় ১৫ টি বাড়ি। অগ্নিকাণ্ডের শিকার হয়ে আবারও পথে বসে ওই সর্বহারা ১৫ টি পরিবার। তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয় এক বেসরকারি সংস্থা। ত্রিপল, শুকনো খাবার, জামা কাপড় দেওয়ার পাশাপাশি আর্থিকভাবেও কিছুটা সাহায্য করেন ওই সংস্থার কর্তা রাজু কর্মকার, নন্দন কুমার ঘোষ সহ অন্যান্য সদস্যরা।

সবকিছু হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচেই ঠাঁই নিয়েছে ওই ১৫টি পরিবার। পরিবারগুলোর অনিশ্চিত ভবিষ্যৎ ও দুর্দশার এই চিত্র দেখে সরকারি সাহায্যের জন্য আবেদন জানায় স্থানীয় বাসিন্দারা।